বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতির বিনামূল্যে খাদ্যসামগ্রী দান গোস্বামী বাড়ির তরফে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200711-WA0039

নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া: মানুষের জন্যই ভগবান, আর ভগবানের সেবা করার জন্য সেবাইত। বিভিন্ন বিগ্রহ বাড়ি যারা প্রতিবছর রাসের সময় সকলকে আনন্দ যোগান। সেই তারাই আজ কর্মহীন হয়ে পড়েছেন, গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ায় বিভিন্ন ভক্তবৃন্দের আগমন ঘটছে না মন্দিরগুলিতে , তাই তারা আজ অসহায় । তাদের কথা ভেবেই নদীয়ার শান্তিপুরের চাক ফেরা গোস্বামী বাড়ির সেবা পরিষদ ও বিগ্রহ সমন্বয় সমিতির উদ্যোগে প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।সামগ্রীর মধ্যে ছিল চাল ,তেল, আলু ,আনাজ, রান্নার মসলা সহ একাধিক খাদ্যদ্রব্য।

চাকফেরা গোস্বামী বাড়ির আরেক অন্যতম সদস্য শশাঙ্ক চক্রবর্তী জানান, লকডাউন জন্য অসংখ্য সাধারণ মানুষকে একইভাবে শুধু খাদ্য সামগ্রী দিয়ে নয়, সব রকম ভাবেই সাহায্য করে এসেছি আগামী দিনেও । সাধারণ দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে গোস্বামী পরিবার সবসময় রাজি।এছাড়াও বিগ্রহ বাড়ির সমন্বয় সমিতির সহ-সভাপতি জহর সাহা জানান, বিভিন্ন বিগ্রহ বাড়ির সঙ্গে যুক্ত অনেকেই কর্মহীন হয়ে পড়েছে তাদের সহযোগিতা করতেই এমন উদ্যোগ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর