আব্দুস সামাদ,জঙ্গিপুর : শুক্রবার বিকেল চারটে নাগাদ সামশেরগঞ্জ থানার ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন এলাকা থেকে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকায় এস টি এফ এবং পুলিশের যৌথ তল্লাশিতে নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ অস্ত্র সহ বিহারের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের নাম টেম্পো মন্ডল (38)। সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি বিহারের মুঙ্গের জেলার শাখরা গ্রামে। এই ধরনের বিস্ফোরক বিহার এলাকা থেকে কোথায় এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে সেই তদন্তই করছে পুলিশ। আজ সেই অভিযুক্তকে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
Popular Categories