রাজ্যে পুরভোট সম্মেলন

রাজ্যে পুরভোট

এনবিটিভি ডেস্ক ঃ ১৯ ডিসেম্বর পুরভোটের প্রস্তাব দেন রাজ্য সরকার । প্রথম ভোট কলকাতা ও হাওড়াতে ।রাজ্যের প্রস্তাবে সায় দিলেন লিখিত সম্মতি রাজ্য নির্বাচন কমিশন । সূত্রের খবর , ফেব্রুয়ারীতে কেন্দ্রীয়  বাহিনীর পাহারায় সব পুরসভায় ভোট চাইছে  বিজেপি । আগামী বৃহস্পতিবার পুরসভায় মামলার সুনামির সম্ভাবনা । রাজ্যের সব পুরসভায় একসাথে ভোট চেয়ে হাই কোর্টে গেরুয়া শিবির । শুক্রবার ভোট নিয়ে বৈঠক রাজ্য নির্বাচন দপ্তরে ।  ১৯ শে ডিসেম্বর পুরভোট নেওয়ার প্রস্তাব জানায় রাজ্য দপ্তর এবং  ২৫ শে নভেম্বর  বিজ্ঞপ্তি প্রকাশ হবে , কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ও হাওড়ার ৫০ টি ওয়ার্ডে ভোট নেওয়া হবে ।

দিলিপ ঘোষের মন্তব্য যাকিছু হচ্ছে সবই রাজনৈতিক স্বার্থে ।বালি কে হাওড়া পুরসভা থেকে বাদ দেওয়া নিয়ে কটাক্ষ দিলিপের , পাল্টা খোঁচা দিলেন টি এম সি – র কুনাল ঘোষ ।

Latest articles

Related articles