ব্রাউন সুগার পাচার চক্রের পর্দা ফাঁস কালিয়াচক থানার পুলিসের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (2)

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, মালদা: গোপন সূত্রের খবর গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ শ্রীরামপুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে ছয় পাচারকারীকে। ঘটনায় পুলিশ উদ্ধার করেছে কোটি টাকার ব্রাউন সুগার সহ নগদ টাকা। ধৃতদের সকলকে জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান।তার বাড়িতেই পুলিশের একটি দল হানা দেয়। বাড়ির মালিক সহ গ্রেফতার হয় ছয় জন।অন্যান্য ধৃতরা হলেন,সনু শেখ,কারিমুল শেখ,রাজিকুল বিশ্বাস।এরা সকলে জালুয়াবাধাল অঞ্চল এলাকার বাসিন্দা।ওপর দুইজন নিরঞ্জন রায় ও বিপ্লব ভৌমিক গাজোল থানা এলাকার বাসিন্দা।পুলিশ উদ্ধার করেছে এক কেজি ব্রাউন সুগার ও ৬ লক্ষ ৮০ হাজার ব্রাউন সুগার বিক্রির আসল টাকা ও দুটি মোটরবাইক।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল প্রায় কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, ব্রাউন সুগার পাচার কারবার চক্রের সঙ্গে জড়িত ধৃতরা।উদ্ধার হওয়া টাকা গুলি ব্রাউন সুগার বিক্রি করেই মজুত রাখা ছিল হয়েছিল। এই চক্রের সাথে আরও কারা জড়িত তা জানতে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত ৬ জনকে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর