শেষ দু’দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ বাড়ল, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪ লাখ

এনবিটিভি ডেস্ক: শেষ দু’দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ বেড়ে গেল। দ্রুততার সঙ্গেই বাড়ছে ভারতে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেল। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৯৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়লেও সংক্রমণের হার বা পজিটিভিটি রেট কমেছে দেশে। অর্থাৎ প্রতি দিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। শেষ ২৪ ঘন্টায় এই হার ৯.৬৯ শতাংশ।

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রেকর্ড ৫ লাখ ১৫ হাজার ৪৭২ জনের করোনা পরীক্ষা হয়েছে। অপরদিকে করোনায় মৃত্যুর নিরীখে ভারত স্পেন ও ফ্রান্সকেও টপকে গেল ভারত। গত ২৪ ঘন্টায় দেশে ৭০৮ জনের মৃত্যু হয়েছে করোনার কবলে। ফলে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ৩২ হাজার ৭৭১ জনে।

করোনায় মৃত্যুর নিরীখে মহারাষ্ট্রই এখনও সবচেয়ে উপরে। এই রাজ্যে মারা গিয়েছেন ১৩ হাজার ৬৫৬ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, মোট মৃতের সংখ্যা ৩,৮২৭ জন। তিনে তামিলনাড়ু, মৃতের সংখ্যা ৩,৪৯৪ জন। এরপরের স্থানগুলিতে রয়েছে গুজরাত (২,৩২৬), কর্নাটক (১,৮৭৮), উত্তরপ্রদেশ (১,৪২৬), পশ্চিমবঙ্গ (১,৩৭২) ও অন্ধ্রপ্রদেশে (১,০৪১)।

অপরদিকে রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুসারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে হয়েছে ৫৮ হাজার ৭১৮ জন। শেষ দুদিনে দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে শেষ বুলেটিন অনুসারে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৯৫ জন। মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও ৪০ জন প্রাণ হারিয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ জন।

Latest articles

Related articles