উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম ব্যবসায়ীকে এলাকা ছাড়ার নির্দেশ, দোকানের নিবন্ধন বাতিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

৭৮৮৮

উত্তরাখণ্ডের ধারচুলায় স্থানীয় ব্যবসায়ী সমিতি ৮৬ জন মুসলিম ব্যবসায়ীকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দুই নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ করে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার অভিযোগে একজন মুসলিম নাপিত গ্রেপ্তারের পরই এই নির্দেশ জারি করে ধারচুলার ব্যবসায়ী সমিতি।

মুসলিম ব্যবসায়ীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার পাশাপাশি দোকানের নিবন্ধনও বাতিল করা হয়।

সমিতি জানিয়েছে, এই মুসলিশ ব্যবসায়ীরা “বহিরাগত”। তাদের বিরুদ্ধে “সন্দেহজনক কার্যকলাপে” জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শুধুমাত্র মুসলিমদের এলাকা ছেড়ে যেতে বলায় ব্যবসায়ী সমিতির এই বিবৃতির প্রতিবাদ করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর