বিষ্ণুপুরের জামশুলিতে ICDS স্কুলের উদ্ধোধন, খুশীর হাওয়া গ্রামজুড়ে
আব্দুস সামাদ মন্ডল, বাঁকুড়াঃ বিষ্ণুপুরের বেলশুলিয়া পঞ্চায়েতের জামশুলিতে উদ্ধোধন হল আইসিডিএস স্কুল আনন্দে আত্মহারা গ্রামবাসী। সোভানারা বায়েন নামক এক গ্রামবাসী বলেন আমাদের বাচ্চাদের কিছুটা দূরে স্কুলে যেতে হতো আমাদের এখানে এই স্কুলটি হওয়ায় সত্যি আনন্দের বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উজ্জল কবিরাজ।
তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড তাই শিক্ষা সবারই দরকার এই স্কুলটি হওয়ায় এখানকার পড়ুয়ারা উপকৃত হবে।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি অনিমা বাউরি, সিডিপিও দেব রঞ্জন রাজ, অম্বিকা বসাক, কৌশিক কর প্রমুখ।