বিরাট ঝড় সামলাতে ব্যর্থ পাকিস্তান !
মহা তারকার মহা বিস্ফোরণে, আলোরিত গোটা বিশ্ব। যে আলোতে কার্যত ঝলসে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট দল। ১৪৩ কোটি ভারতীয়র রূপকথার নায়ক তিনি। ভারতীয় ক্রিকেটকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। গাভাস্কার যুগ, শচীন যুগ, এবং শচীন পরবর্তী বিরাট যুগ। শচীন পরবর্তী যুগে বিশ্ব ক্রিকেটে একনায়কত্ব আধিপত্য বিস্তার করেছেন তিনি। তাইতো আজও বিরাট কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত পাক সমর্থকরা। পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কাছে বিরাট সেঞ্চুরি, পাকিস্তান দলের পরাজয়ের বেদনার চাইতে অনেক বড় হয়ে যায়।
https://twitter.com/StarSportsIndia/status/1893699910949859663
ম্যাচ শেষে বিরাটের ঝুলিতে ১১১ বলে, অপরাজিত ১০০* রান। ফের একবার বিরাটের সেঞ্চুরিতে স্বস্তির নিঃশ্বাস ফেললো নীল ব্রিগেড। প্রতিযোগিতা শুরুর আগে বিরাটের অফ ফর্ম নিয়ে সমালোচক এবং নেটিজেনদের মধ্যে সমালোচনার বন্যা বয়েছে। ১৪০০০ রান, এবং ১০০* করে তিনি আরো একবার প্রমাণ করে দিলেন ওডিআই তে তিনি সর্বশ্রেষ্ঠ। ম্যাচ শেষে বিরাট সংবাদ মাধ্যমকে জানান, “ভারত তালিকায় চার নম্বরে পৌঁছেছে। এই ইনিংস খেলে ভালো লাগছে। রোহিতকে শুরুতে খোয়ালেও ভরসা হারাইনি। শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ইনিংস গড়েছি।”
গতকাল পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনালের দিকে আরো একধাপ এগিয়ে যায় ভারত। তবে, ম্যাচে লজ্জাস্কর হার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কার্যত মুশকিল হয়ে উঠেছে পাকিস্তান দলের পক্ষে। আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে পাকিস্তানের ভাগ্য। রবিবার, অর্থাৎ গতকাল পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধ জয়ের পর আপাতত ভারতের এক সপ্তাহ বিশ্রাম। আজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ পরাজিত হলেই ভারত শেষ চারে কোয়ালিফাই করবে।