ভারতীয় সেনার হাতে আসছে ৮,৭৭২ কোটি টাকার সামরিক যন্ত্রাংশ, সবুজ সংকেত DAC-এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200811-WA0039

এনবিটিভি ডেস্ক: লাদাখের উত্তেজনা এখনও কমেনি। এরকম এক অবস্থায় জরুরি ভিত্তিতে  ফ্রান্স থেকে আনা রয়েছে ৪টি রাফাল যুদ্ধবিমান। এরপর ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে ৮,৭২২.৩৮ কোটি টাকার সামরিক সরঞ্জাম কিনছে কেন্দ্র। মঙ্গলবার এই মর্মে সবুজ সংকেত দিয়ে দিয়েছে ডিফেন্স অ্যাক্যুইজেশন কাউন্সিল বা ডিএসি।

এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্ব বৈঠকে বসে ডিএসি। সেই বৈঠকে ওই বিপুল টাকার সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে সম্মতি মেলে। ওইসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৬টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট।

সম্প্রতি একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেড-হ্যাল। ওই ১০৬টি বেসিক এয়ারক্রাফট হ্যাল থেকেই কেনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আপাতত ৭০টি এয়ারক্রাফট কেনা হবে। পরে নেওয়া হবে আরও ৩৬ এয়ারক্রাফট।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর