অর্থনীতি ধ্বংস হলেও মোদির আচ্ছে দিনের ঠেলায় সুইস ব্যাংকে ভারতীয়দের অর্থ বৃদ্ধি পেল বহুগুণ

নিউজ ডেস্ক : প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসার আগে মোদি বিদেশ থেকে ভারতীয়দের জমা রাখা টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে কালো টাকা বিদেশ থেকে ফেরত আনা তো দূরের কথা সুইস ব্যাংকে ভারতীয়দের ঠিক কি পরিমান অর্থ সম্পদ গুচ্ছিত আছে সে ব্যাপারেও কোনো তথ্য জোগাড় করতে ব্যার্থ হয়েছে তার সরকার। এদিকে অর্থনীতি সেই ২০১৪ থেকে নিম্ন মুখী প্রবণতা দেখাতে দেখাতে, এক সময়ে বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতি এখন বিশ্বের সব থেকে খারাপ অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সব ব্যাপারে ভক্তদের মতো অজুহাত দেওয়া মোদি সরকারের মন্ত্রীরা বিভিন্ন অজুহাত নিয়ে হাজির হন এই ব্যর্থতার সময়ও। বলা হয়, এটা ঈশ্বরের কৃতকার্য। কারণ, করোনা অতিমারির জন্য অর্থনীতির এই পতন। বিশ্বের বহু দেশে অতিমারি আঘাত হানলে ও ভারতের অর্থনীতি শুধু এই পরিমাণ ক্ষতিগ্রস্ত কেন হল সেই প্রশ্নের জবাব নেই মোদি শিবিরের কাছে। এবার তাদের সেই ‘করোনা’ অজুহাত ও সামনে আনার মতো অবস্থায় থাকছে না। কারণ, সুইস ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, করোনা সংক্রমনের মাঝে অর্থনীতি ধ্বংস হলেও সুইস ব্যাংকে ভারতীয়দের গুচ্ছিত সম্পদের পরিমাণ বেড়েছে বহুগুণ। এটাই মোদীর আচ্ছে দিন, কটাক্ষ করছেন নেট নাগরিকরা।

সম্প্রতি সুইস ব্যাংকের দেওয়া তথ্যমতে, বিশ্বব্যাপী অতিমারীর মাঝেও সুইস ব্যাংকে ভারতীয়দের জমা রাশি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত ২০১৯ সালে ব্যাংকটিতে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ ছিল ৬,৬২৫ কোটি টাকা। কিন্তু ২০২০-২১ অর্থবর্ষে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০,৭০৬ কোটি টাকায়, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। লক্ষণীয় এবং চমকপ্রদ বিষয় হল, এই তথ্য সুইস ব্যাংকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ব্যাংকটিতে ভারতীয়দের জমা রাখা কালো টাকার পরিমাণ কিন্তু এর বাইরে, এবং সেই তথ্য সুইস ব্যাংক কোনো অবস্থায় প্রকাশ করে না। মোদির বহু প্রতিশ্রুতির পরও এই রাশি সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারেনি বিজেপি সরকার। যদিও মোদি সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, ২০১৮ সালের পর থেকে সুইজারল্যান্ডের ব্যাংক গুলোতে ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের সম্পর্কে তথ্য দিচ্ছে দেশটি। তবে সুইজারল্যান্ড সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, সুইস ব্যাংকে গচ্ছিত ভারতীয়দের অর্থ কালো টাকা হিসেবে দেখা যাবে না। এছাড়াও সুইস ব্যাংকে ভারতীয়রা ভিন দেশের অধিবাসী এবং সংস্থার নামে যে বিশাল পরিমাণ অর্থ জমা রেখেছে তার হিসেব ও ব্যাংক কর্তৃক প্রকাশিত এই রাশির বাইরে। ব্যাংকটিতে ভারতীয়দের টাকার পরিমাণ যখন রেকর্ড পরিমাণ বাড়ছে তখন প্রতিবেশী ক্ষুদ্র দেশ বাংলাদেশীদের জমা অর্থের পরিমাণ ৭% হ্রাস পেয়েছে। উল্লেখ্য, ব্যাংকটিতে ভারতীয়রা সব থেকে বেশি রাশি জমা রাখা জাতির মধ্যে অন্যতম।

Latest articles

Related articles