কুস্তিতে ভারতের জয়জয়কার। সকালে দেশের কুস্তিগীর রবি কুমার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তার পরেই আবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আরও এক ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া। নাইজেরিয়ার একেরেকেমে আগিওমোরের বিরুদ্ধে এদিন কুস্তিতে নামেন দীপক পুনিয়া। তাঁর দিকে সকলের নজর ছিল। দেখা গেল নাইজেরিয়ান প্রতিপক্ষকে হেলায় হারিয়ে পুরুষদের কুস্তির কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দীপক। পুরুষদের ৮৬ কেজি কুস্তির ইভেন্টে নেমেছিলেন দীপক। আজই আবার কোয়ার্টার ফাইনালের জন্য নামবেন তিনি। সেখানে তাঁর প্রতিপক্ষ থাকবেন চিনের লিন জুসেন।একের পর এক ধাপ পেরিয়ে দীপক পুনিয়া পদক ছুঁতে পারেন কিনা সেটাই এখন দেখার।