
ফের লাভ জেহাদের অজুহাতে এক যুগলের ওপর হামলা হল মধ্যপ্রদেশে। রেওয়া জেলার জেলা আদালতে এক যুগল তাদের বিয়ের রেজিস্ট্রেশন করার সময় তাদের ওপর একদল আইনজীবী চড়াও হয়। আইনের কারবারিরা ভিনধর্মে ভালোবাসার “অপরাধে” লাভ জিহাদে অভিজকত করেন পরুষ সঙ্গীকে।
ছাড়া পাননি সঙ্গিনী মহিলাও। উচ্চ হিন্দুবর্ণের মহিলা কীভাবে বোরখা পড়েন সেই প্রণস তুলে মহিলাকেও আক্রমণ করতে ছাড়েননি আইনজ্ঞরা। ধর্মনিরপেক্ষ দেখের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েই মারধর করা হয় নিরীহ দম্পতিকে।
আরও আইনজীবী এতে যোগ দিলে অত্যাচারের মাত্রা বাড়ে। স্থানীয় পুলিশ শেষপর্যন্ত তাদের উদ্ধার করে।
সিভিল লাইন পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার কমলেশ সাহু সংবাদমাধ্যমকে জানান, “”তারা এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। পুরুষটি শ্রমিক হিসেবে কাজ করেন, এবং তাদের পরিবার এখনো এগিয়ে আসেনি। আমরা তাদের রক্ষা করতে পেরেছি, এটাই যথেষ্ট।”
পুলিশ দম্পতিকে নিকটস্থ সেফ হাউসে নিয়ে যায়। এখনও অবধি অভিযোগ দায়ের হলেও কাউকে গ্রেফতার করাহয়নি।
এদিকে, রেওয়া বার অ্যাসোসিয়েশন এই ঘটনায় আইনজীবীদের যোগ থাকার abhijoabhijog অস্বীকার করেছে।
এই মাসে এ ধরনের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে, ভোপালের একটি আদালতেও বিয়ে নথিভুক্ত করতে এসে হেনস্থা হয়ে হয়েছে আরেক দম্পতিকে। ডানপন্থী সংগঠনের সদস্যরা তাদের আক্রমণ করে মুসলিম পুরুষকে “লাভ জিহাদ” এর অভিযোগে মারধর করে।