আজ আন্তর্জাতিক নার্স দিবস। এই বিশেষ দিনটিতেও সেবার মধ্যে দিয়েই কাটাচ্ছেন তারা। তাদের সাথে কথা বলে জানা যায়, রোগমুক্ত জীবন দানকারী এই পরিষেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে তারা গর্বিত! তবে সুস্থ হওয়ার পর মুখের হাসি, এবং সামান্য সহযোগিতাতেই আমরা খুশি! তাই সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করি।
শান্তিপুর নবজাগরণের পক্ষ থেকে, তাদের শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেবিকাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন তারা, তাদের নিয়ে যাওয়া নার্সিং ডে লেখা কেক কেটে পালিত হলো এই বিশেষ দিনটি।
ফ্লোরেন্স নাইটিংগেল, মাদারটেরেজা থেকে শুরু করে দেশে বিদেশের নানা সেবিকাদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আরো একবার, শপথ নিলেন আরো দায়িত্বপালনের। হসপিটাল সুপারেন্টেন্ড ডক্টর বর্মন তাদের শুভেচ্ছা জানান।