বেতন বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সিমেন্ট কারখানার কর্মীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলনরত কর্মীরা
বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলনরত কর্মীরা

গত আট বছর ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়ায় পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারী সিমেন্ট কারখানার গেটের সামনে ওই কারখানার শতাধিক শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের বক্তব্য গত আট বছর ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বারবার প্রতিশ্রুতি দেয় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তাই শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ।  বুদবুদ থানার পুলিশ শ্রমিকদের সাথে বসে মধ্যস্থতা করতে চাইলে শ্রমিকরা সে মধ্যস্থতায় যায়নি তারা বলে কারখানা কর্তৃপক্ষ কে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তবেই শ্রমিকরা কাজে যোগ দেবে। শ্রমিকরা জানিয়েছেন এর আগে রাজনৈতিক ভাবে প্রশাসনিকভাবে বারবার বৈঠক হওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ আজও অবধি শ্রমিকের কথা ভাবেনি তাই এবার আর কোন মৌখিক মধ্যস্থতায় নয়। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে ও কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি।

পানাগড় থেকে বর্ধমান সদরের বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন “রাজ্য জুড়ে চলছে কাটমানির সরকার তাই শ্রমিকরা যদি তৃণমূল নেতাদের কাটমানি দেয় তবে তাদের বেতন বৃদ্ধি হবে। তাদের চাকরি থাকবে। না হলে আন্দোলন করতে গেলে তাদের চাকরি যাবে। রাজ্যে তৃণমূলের শাসন চলছে তাই সমস্ত কারখানার শাসক দলের নির্দেশেই চলে”।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর