এনবিটিভি ডেস্ক: করোনার দাপটে মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএল। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় পর্বে মনে করা হচ্ছিল ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলতে পারবেন না। ফলে চিন্তায় পড়ে গিয়েছিল বিসিসিআই। ক্রোড়পতি লিগের বিরাট লোকসানের কথা শোনা যাচ্ছিল।
এই পরিস্থিতিতে ইংলিশ ক্রিকেটারদের কি দেখা যাবে আইপিএলে? সূত্রের খবর, তাদের খেলোয়াড়দের আইপিএলে খেলার জন্য ইসিবি-কে অনুরোধ করেছিল বিসিসিআই। তাতে রাজিও হয়ে যায়। ফলে আর বাঁধা থাকলোনা তাঁদের খেলতে।
আইপিএলের সময় বাংলাদেশে খেলতে আসার কথা ছিল ইংরেজদের। আপাতত পিছিয়ে গেল সেই সিরিজ। আগামী বছরের মার্চে বাংলাদেশ- ইংল্যান্ড সেই সিরিজ।
স্বস্তি পেল বিসিসিআই। তবে করোনা আবহে ফের আইপিএলের বাকি ম্যাচগুলো ঠিকঠাক পরিচালনা করতে পারে কিনা বিসিসিআই, সেটাই এখন দেখার।