রাষ্ট্রীয় নিরাপত্তা শুধু বিজেপি নেতাদের জন্য? বিজেপি ত্যাগের পরেই বাবুলের নিরাপত্তা কমাল মোদি সরকার

 

নিউজ ডেস্ক : সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নিরাপত্তা কমিয়ে দিল কেন্দ্র। বাবুল সিআরপিএফ নিরাপত্তা পান। তিনি এতদিন দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা অর্থাৎ জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। এবার থেকে তিনি পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা।শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। তারপরই তাঁর নিরাপত্তা কমার এই খবর প্রকাশ্যে আসে। যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বাবুলের নিরাপত্তা কমার এই বিজ্ঞপ্তি তাঁর তৃণমূলে যোগ দেওয়ার আগে অর্থাৎ শুক্রবারই জারি করা হয়েছে। যা বেশ তাৎপর্যপূর্ণ। এতদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকতেন ৬-৭ জন নিরাপত্তারক্ষী। এবার থেকে তিনি মাত্র ২ জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পাবেন। যদিও, রাজনৈতিক মহলের ধারণা, এতে বাবুলের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তা সম্ভবত রাজ্য সরকারই দেবে।

প্রসঙ্গত, গতকাল সার্জিক্যাল স্ট্রাইকের মতো হঠাৎই তৃণমূলে যোগদান বাবুল সুপ্রিয়। যদিও এর আগে রাজনীতিতে আর থাকবেন না বলেই জানিয়েছিলেন তিনি। কিন্তু তার থাকা হল না। এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলবদলে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। ভবানীপুরে ভোটের আগে বাবুল সুপ্রিয়র মতো এক রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁর সঙ্গে কিনা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সম্পর্ক রাজনীতিরও ঊর্ধ্বে বলে দাবি, তাঁর এমন শিবির বদলে জোর ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

Latest articles

Related articles