নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইসলামী বিদ্বেষী ভাইরাসে আক্রান্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুএল ম্যাক্রো। আজ ১৭ ই ডিসেম্বর ফ্রান্সের রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত বিবৃতিতে তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার এই খবরে ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রনেতা সেলফ আইসোলেশনে অবস্থান করছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদী ম্যাক্রোর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয় ম্যাক্রোর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সুতরাং তুমি আপাতত ৭ দিনের জন্য আইসলেশনে আছেন। তিনি সেখান থেকেই গুরুত্তপূর্ণ সরকারি দায়িত্বগুলো পালন করবেন।
পশ্চিম ইউরোপের এই দেশটির রাষ্ট্রপতির গতমাসে ইসলাম বিরোধী ভাবধারাকে উৎসাহিত করা, ফ্রান্সের মুসলিমদের বিরুদ্ধে বিমাত্রিসুলভ আচরণ এবং ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দনীয় এবং বৈষম্যমূলক মন্তব্যের জন্য সারা মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দেয়। এই বয়কটে কয়েক বীলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়।