
রবিবার সকালে বাড়িতে উত্তরপ্রদেশের পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে আসা হয় আইনজীবী জাফর আলিকে। ইউপি পুলিশ জানিয়েছে, ২৪ নভেম্বর ২০২৪ এর হিংসার ঘটনায় মূল অভিযুক্ত হওয়ার কারণে সম্ভল জামা মসজিদের সভাপতি জাফর আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ নভেম্বর ২০২৪ এর হিংসা মামলায় এখনো পর্যন্ত সব থেকে বড় গ্রেফতারি বলে মনে করছে পুলিশ। যদিও এই গ্রেফতারি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা।

২৪ নভেম্বরের হিংসার ঘটনায় তদন্তকারী দল এসআইটি-র পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে যদিও তদন্তকারী সংস্থা নিজের বয়ান পরিবর্তন করে জানিয়েছে, ২৪ নভেম্বরের হিংসার ঘটনায় উস্কানি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে আইনজীবী জাফর আলীকে। চান্দৌসি আদালতে পেশ করার সময় ঘটনার পরিপ্রেক্ষিতে জামা মসজিদের সভাপতি জাফর আলিক জানিয়েছেন, হিংসার ঘটনায় কোন প্রকার উস্কানিমূলক মন্তব্য বা কার্যকলাপ তিনি ঘটাননি।