কর্ণাটকের হিজাবি সাহসী ‘মুসকানের হাতে ৫ লক্ষ’ টাকার চেক জমিয়তে উলামা হিন্দের

এনবিটিভি ডেস্কঃ আজকর্ণাটকে হিজাবধারী সাহসী বিদ্রোহী বীরঙ্গনা নারী মুসকানের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন কর্ণাটক জমিয়তে উলামা হিন্দ প্রতিনিধি দল।

দুঃসাহসিক মুসকানের বাঘ উপহার।

উল্লেখ্য, কর্ণাটকে হিজাব পরিহিতা মহিলাদের কলেজে প্রবেশে বাঁধা দিয়ে আসছিল। মঙ্গলবার কলেজের অন্দরেই গেরুয়াবাহিনি মুসকানকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে। ঠিক তখনই মুসকান ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিতে দিতে সেই গেরুয়াবাহিনীর মধ্যে হতে বীরঙ্গনার পরিচয় দিয়ে বের হয়ে আসে। সাহসী মুসকানের বীরত্বের ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

মঙ্গলবার এই সংবাদ পেয়ে কর্ণাটকের জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে সাহসী মুসকানের তাঁর এই বীরত্বের জন্য ৫ লক্ষ টাকা পুরস্কৃত করার ঘোষণা করে। আজ বুধবার কর্ণাটকে জমিয়তে উলামা হিন্দের প্রতিনিধি দল  বীরঙ্গনা নারী মুসকানের বাড়িতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয়।

Latest articles

Related articles