বাদশা সেখ, এনবিটিভি, হুগলী: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ১২ জানুয়ারি বিবেক চেতনা উৎসব পালন হল। হুগলী জেলার জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির আয়োজনে কোভিড বিধি মেনে পঞ্চায়েত সমিতির সদস্যেদের নিয়ে উৎযাপিত হল বিবেকানন্দ জন্মজয়ন্তী।
বুধবার জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর খুদ্র বক্তব্যবের মাধ্যমে অনুষ্ঠানিক ভাবে কর্মসূচির শুভ সূচনা করেন জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী। যুব দিবস উপলক্ষে, পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্রের নেতৃত্বে বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তীর হাত দিয়ে জাঙ্গীপাড়া গ্রামীণ হাসপাতালের রোগীদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়।