ব্রাউন সুগার -সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

মালদা: ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত পাচারকারীর নাম ইসরাফিল মোমিন(২০)। বাড়ি বালিয়াডাঙ্গা এলাকায়। ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৪৫০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশের প্রাথমিক অনুমান, কারও কাছে ব্রাউন সুগার বিক্রি করার উদ্দেশ্য ছিল ওই পাচারকারীর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে বৃহস্পতিবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

Latest articles

Related articles