এনবিটিভি ডেস্ক: কোভিশিল্ডের আড়ালে এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। কসবার দেবাঞ্জনের অফিস থেকে মিলল কোভিশিল্ডের ফেক লেভেল। শুধু তাই নয়, দেবাঞ্জনের কম্পিউটারেও পাওয়া গেল ফেক লেভেল। এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশনের ওপর লাগানো হত কোভিশিল্ডের লেভেল। ওষুধের দোকান থেকে কেনা হত এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশন। জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে দোকান থেকে এনক্যাসিন কিনত দেবাঞ্জন। এমনটাই দাবি পুলিশের।
উল্লেখ্য, সেদিন কসবার ভ্যাকসিনেশন ক্যাম্পে টিকা নেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও।