আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ইডির হেফাজত থেকে বার্তা দিলেন সমর্থকদের। শনিবার তাঁর স্ত্রী সুনীতি শকেজরীওয়ালের লিখিত বার্তা পড়ে ভিডিয়ো পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, “আমার প্রিয় দেশবাসী আমি গতকাল গ্রেফতার হয়েছি। জেলের ভেতরে হোক বা বাইরে, প্রতি মুহূর্তে দেশের সেবা করে যাব। আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য নিবেদিত।
তিনি আরো বলেন, “ কেজরিওয়াল জেলে গিয়েছেন, এখন মাসিক ১০০০ টাকা ভাতা পাবেন কি না। আমি সকল মা ও বোনদের কাছে তাদের ভাইদের প্রতি আস্থা রাখার আবেদন জানাই। আপনার ভাই এবং ছেলেদের দীর্ঘ সময়ের জন্য ভিতরে রাখতে পারে এমন কোনও জেল নেই। আমি শিগগিরই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি রক্ষা করব।