দুই সপ্তাহ তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কেজরিওয়াল

আগামী দুই সপ্তাহ তিহার জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন।আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

তদন্তে কেজরিওয়াল সহযোগিতা করছেন না এই অভিযোগ করে হেফাজতের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয় ইডি। ইডি জানায়, কেজরিওয়াল এখনো তাঁর মুঠোফোনের পাসওয়ার্ড ইডিকে দেননি।

তিহার কারাগারে নিয়ে যাওয়ার আগে কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী সুনীতা ও দিল্লি সরকারের দুই মন্ত্রী আতিশী ও সৌরভ ভরদ্বাজ দেখা করতে চাইলে তাদের দেখা করার অনুমতি দেন আদালত।

উল্লেখ্য, এর আগে আবগারি নীতি ঘুষ মামলায় গ্রেপ্তার করা হয়েছে আম আদমি পার্টির (আপ) সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকে। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানার বিআরএস নেত্রী কে কবিতাকেও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর