কেরলের একাধিক জেলায় প্রবল বৃষ্টি ,১৮ জনের মৃত্যুও হয়েছে, বৈঠক তিন মন্ত্রীর

এনবিটিভি ডেস্ক : বছরে কখন বর্ষা কাল কিংবা  গ্রীষ্মকাল সেটা গননা করা কঠিন হয়ে পড়ছে ।বৃষ্টি কোনো ভাবেই যেনো যেতে চাচ্ছেনা।ভারতের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টির দাপটে স্বাভাবিক জীবন বিধ্বস্ত। । গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণ ভারতের একটা বড় অংশ। বানভাসী হয়েছে কেরল। এমনকী ভয়াবহ বন্যার জেরে ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যুও হয়েছে বলে খবর। কেরলের একাধিক জেলায় প্রবল বৃষ্টি চলছে। সেই সঙ্গে ভূমিধ্বসে মৃত্যুর খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এদিকে শনিবার রাতেই কোত্তেয়াম জেলার কোত্তিকল এলাকা থেকে ভূমিধসের খবর মিলেছিল।

বৈঠকে বসছেন তিন মন্ত্রী অন্যদিকে অন্যান্য এলাকার বাসিন্দারাও যাতে নিরাপদে থাকেন সে জন্য স্থানীয় প্রশাসনের সব মহলকে বাড়তি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সূত্রের খবর, কোট্টায়াম সহ রাজ্যের অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি পর্যালোচনা আজ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মন্ত্রী কে রাজন, রোশি অগাস্টিন, ভিএন বাসাভন। কোট্টায়াম, ইডুক্কির পাশাপাশি তীব্র ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাথানামঠিট্টাও। এদিকে ইতিমধ্যেই আবার দিল্লি থেকে উদ্ধারকার্যে পাঠানো হয়েছে এনডিআরএফের আরও একাধিক দলকে।

Latest articles

Related articles