(শামীম সরকার ) কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নষ্ট হওয়া পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) বিকালে পাকুন্দিয়া পৌরসভার ছেত্রাখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের এ ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় মিয়া ছেত্রাখালী গ্রামের আপন মিয়ার ছেলে। সে উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৬ মে) বিকাল ৫টার দিকে হৃদয় নিজ বাড়ির নষ্ট হওয়া পানির মোটরটি মেরামত করছিল।
এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত হৃদয় মিয়ার চাচা মো. নয়ন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।