আরও এক ভুয়ো আইপিএসকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_20210806-132845_Facebook

বালি, ৬ অগাস্ট: আরও এক ভুয়ো আইপিএসকে (Fake IPS) গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম অঙ্কিত কুমার সিং। তিনি হাওড়া জেলার বালির বাসিন্দা। কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃত নিজেকে সাইবার ক্রাইম থানার অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করতেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে, অঙ্কিত কুমার বিভিন্ন লোককে টেক্সট পাঠাতেন এই বলে যে সাইবার থানায় তাদের বিরুদ্ধে কেস আছে। ব্যপারটা মিটিয়ে দিতে পারে বলে সম্পূর্ণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এর পর তিনি ২ হাজার থেকে ১ লাখ টাকা দাবি করতেন। এই কাজ করতে তিনি ব্যবহার করতেন কলকাতা পুলিশের লোগো। এছাড়াও লোকজনকে বিশ্বাস করাতে ব্যবহার করতেন ইন্টারনেট থেকে নেওয়া পদস্থ আইপিএস অফিসারের ছবি।

বেশ কয়েকদিন ধরেই অঙ্কিতের বিষয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল। অবশেষে গতকাল রাতে বালি থেকে অঙ্কিত কুমার সিংকে গ্রেফতার করা হয়। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর