কৃষ্ণনগরে পোস্ট অফিস সহ বিভিন্ন এলাকা স্যানিটাইজ , বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200711-WA0047

নাজবুল্ সরদার, নদীয়া, এনবিটিভি:
দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে । সরকারের পক্ষ থেকে চলছে সাধারণ মানুষকে সচেতন করার কাজ। শনিবার নদীয়া জেলার কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐক্যতান এর উদ্যোগে ও শক্তি নগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র’র সহযোগীতায় করোনা মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শহরের শক্তিনগর পোস্ট অফিস, শক্তি নগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র , শক্তিমন্দির সংলগ্ন বসার স্থান ও হাই স্কুলের গেটে স্যানিটাইজ করল সংগঠনের সদস্যবৃন্দ । এছাড়াও সাধারণ পথচলতি মানুষ সাইকেল , টোটো , মোটর সাইকেল আরোহীদের মধ্যে করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয় । শক্তিনগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রে লাগানো হয় বিভিন্ন রকমের ফুলের গাছ । উপস্থিত ছিলেন শক্তিনগর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী , কৃষ্ণনগর ঐকতান এর পক্ষ থেকে অরিন্দম দেব , দেবশ্রী সাহা , ডোনা মন্ডল সুস্মিতা ঘোষ দত্ত ,বিপ্লব সাহা, সৌগত দাস সহ অন্যান্যরা। সংগঠনের এই ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর