এনবিটিভি,দুর্গাপুর: দুর্গাপুর স্টেশন বাজারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে দোকান খুলে মোবাইল দোকানের মালিক দেখতে পান তার দোকানে রাখা ল্যাপটপ ও বহু দামি মোবাইল চুরি গেছে। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রিক চুরি হয়ে গেছে বলে অনুমান। এরপর তিনি দেখতে পান দোকানের চাল ভেঙে দোকানের ভিতরে চোরের দল ঢুকে চুরি করে নিয়ে গেছে সমস্ত মোবাইল ও ল্যাপটপ।

খবর দেওয়া হয় কোক ওভেন থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। দুর্গাপুর স্টেশন বাজারে মোবাইল দোকানে চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্যবসায়ীরা।