‘বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ যোগদান’ জাকির হোসেনের জনতার দরবার ভবনে

আব্দুস সামাদ, জঙ্গিপুর: শারীরিক অসুস্থতার কারণে ভর্তি ছিলেন কলকাতা এসএসকেএম হসপিটাল তারপরেই পুরোপুরি সুস্থ হয়ে নিজস্ব বাসভবনে ফিরেছেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখ্রুজ্জামান। ইতিমধ্যেই নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভায় ভোট ঘোষণা করেছেন তিনটি বিধানসভার মধ্যে অন্যতম বিধানসভা জঙ্গিপুর যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন। আজকে জাকির হোসেনের নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আখরুজ্জামান বললেন, জাকির হোসেন একজন মানব দরদী, অসহায়দের ছাদ স্বরূপ।

 

 

এই জাকির হোসেনের ওপরে ১৭ই ফেব্রুয়ারি যারা বোমা বিস্ফোরণ করেছিল তা নিয়ে তিনি বলেন যারা করেছিল তার নেপথ্যে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং আজকে জাকির হোসেন এবং আখরুজ্জামানের হাত ধরে দেড় শতাধিক মানুষ বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ যোগদান করেন জাকির হোসেনের জনতার দরবার ভবনে। পরিশেষে আখরোজামান অতীতের বিধায়ক ও বর্তমানের বিধায়ক ছাড়িয়ে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবেন জঙ্গিপুর বিধানসভার প্রার্থী জাকির হোসেন। এছাড়া বলেন জঙ্গিপুর বিধানসভা প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় যদি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আসেন তাহলে আমরা তথা জঙ্গিপুর বাঁশি নিজেদেরকে ধন্য বলে মনে করব।

Latest articles

Related articles