আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ছেলে খেলা বন্ধ হোক, জেলাশাসককে ডেপুটেশন AIMIM-এর

নিজস্ব প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনের নেমে পড়েছে Aimim বা অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন!!

বুধবার নদীয়া জেলা শাসকের কাছে ডেপুটেশনে দেন Aimim নদিয়া জেলার প্রতিনিধিদল! আলিয়া বিশ্ববিদ্যালয় আর্থিক বরাদ্দ প্রদান -এর সঙ্গে সঙ্গে যাবতীয় জটিলতা যাতে স্বাবলম্বী ভাবে নিরাসন করা হয়, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে! আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে তালবাহানা বন্ধ হোক, ছাত্রদের পড়াশোনার ব্যাহত হলে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন ছেড়ে কথা বলবেনা! প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে Aimim !

এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের Aimim রাজ্যে কমিটির সদস্য সাবির আলী মোল্লা ও শাকেরুল শেখ,বিপ্লব মন্ডল,সাহামির শেখ,খোকন শেখ -সহ অন্যান্যরা।

Latest articles

Related articles