শহরে বাজ পড়ে মৃত্যু ২ মহিলার

এনভিটিভি, ওয়েবডেস্ক: বাইপাসের ধারে ধাপার মাঠে বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক জন। মৃত দুই মহিলার নাম পালানি মণ্ডল এবং কাজলা নস্কর। জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ ধাপার মাঠে ময়লা কুড়ানোর কাজ করছিলেন তিন জন। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে শহরে। আর তাতেই বাজ পড়ে আহত হন তাঁরা। দুই মহিলাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আর একজন। ঘটনাটি খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। পাশাপাশি আর কেউ আহত হয়েছেন কিনা তারও খোঁজ চলছে। 

Latest articles

Related articles