এনবিটিভি ডেস্ক: রাজ্যে আবার লোকডাউন কার্যকর হবে ৩ জানুয়ারি থেকে, রবিবার এমনটাই নির্দেশ দিলো নবান্ন। রাজ্যে তথা দেশের দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। অন্যদিকে ওমিক্রণের হানায় শঙ্কিত রাজ্য সাস্থ্য দপ্তর। তাই পুনরায় লোকডাউনের সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
৩ তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার থেকে জারি হতে চলেছে কড়া বিধিনিষেধ। ৫০% কর্মচারী নিয়ে চলবে দরকারি অফিস । ব্রিটেনের উড়ানে নিষেধাজ্ঞা । বন্ধ শপিং মল,সুইমিং পুল,জিম,স্পা । বন্ধ থাকবে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান । সন্ধ্যে ৭ টার পর বন্ধ লোকাল ট্রেন । অনুষ্ঠানে ৫০% উপস্থিতি । মৃতদেহ নিয়ে যেতে পারেন সর্বোচ্চ ২০ জন । ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো ।
বেসরকারি অফিসে হাজিরা ৫০% । চিড়িয়াখানা সহ সব পর্যটন স্থান বন্ধ । বার,রেস্তোরা, পানশালায় উপস্থিত থাকতে পারবেন ৫০% । অন্য যেকোনো দেশ থেকে আসা যাত্রীদের এন্টিজেন টেস্ট করা হবে । কাল থেকে বাতিল ব্রিটেন-কলকাতা বিমান পরিষেবা । চালু থাকছে হোম-ডেলিভারি । মাস্ক ছাড়া মার্কেটে কেউ ঘুরলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন । রাত ১০টা থেকে ৫টা পর্যন্ত আরও কড়া হলো বিধিনিষেধ । মুম্বাই ও দিল্লি থেকে সপ্তাহে দুদিন চলবে বিমান পরিষেবা ।
সাধারণের মানুষের অভিযোগ,বর্ষ বরণ অনুষ্ঠান চললো বেশ জাকজমোক ভাবে, করোনা বিধির একাংশ মানা হয়নি। সেক্ষেত্রে প্রশাসনের ভুমিকা খুবি নগণ্য ছিল। খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ শঙ্কিত যে, নাজানি পুনরায় গত দুই বছরের কঠিন দিন গুলির পুনরাবৃত্তি না হয়ে পড়ে।