আসানসোল, এনবিটিভি ডেস্ক: প্রকাশ্যে এক ব্যক্তিকে গণ ধোলাই আসানসোল দক্ষিণ থানার সামনে। ওই ব্যক্তি প্রতিদিন মদ্যপ অবস্থায় জোর জবরদস্তি করে তোলা তুলতো থানার আশেপাশের দোকান থেকে। তারই প্রতিবাদে ওই ব্যক্তিকে মারধর করে স্থানীয়রা।
জানা গিয়েছে, আসানসোলের উষাগ্রাম দুর্গা মন্দির এলাকায় প্রায় দিন মদ্যপ অবস্থায় অশ্রাব্য গালিগালাজ করতো বাড়কু সিং ওরফে মুন্নার অনুগামীরা। প্রায় দিন এলাকায় টাকা তুলে মদ্যপান করে যাকে তাকে ঘরে ঢুকে মারধর করতো বলে অভিযোগ। বুধবার দুপুরে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। অন্যদিকে এক চা ওয়ালা বলেন, “প্রায় দিন ঝামেলা পাকাতে থাকতো। চা খেয়ে পয়সা দিত না। পয়সা চাইতে গেলে তাদেরকে মারার হুমকি দিত”।
আজ আবার জোর পূর্বক তোলা তুলতে গেলে ওই ব্যক্তিকে থানার সামনে মারধর করে স্থানীয়রা। এরপর সকলে মিলে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।