মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

9d8da116279441f68b83a89f23bb0f99

এনবিটিভি: ২০২১-সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে সমস্ত পড়ুয়া । বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও শিক্ষা বিভাগ একটা সিদ্ধান্ত নিয়েছে। দশম এবং দ্বাদশশ্রেণিতে পাঠরতদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। ২০২১- র জন্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট হবে না । সকলেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে’ ।

টেস্ট পরীক্ষা নেওয়া হয় সাধারণত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুই-তিন মাস আগে। কিন্তু এই বছর করােনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় সিলেবাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে।পড়ুয়ারা জানাচ্ছে , সিলেবাস এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। একই সাথে এই পরীক্ষা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এই উদ্বেগ বাতিল করতেই এই সিদ্ধান্ত নিলো রাজ্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর