এনবিটিভি ডেস্কঃ করোনা অবহে লক ডাউনের জেরা চরম সমস্যায় পরিযায়ী শ্রমিকরা৷ না পারছে বাড়ি ফিরতে না পারছে থাকার মত ঠাইগুজে একচিলতে কোথাও আশ্রয় পেতে। আবার কারোবা বাড়ির স্ত্রী, মা, সন্তানরা কান্না ভরা চোখে সেই সব শ্রমিকদের জন্য অপেক্ষা করছে। দেশের সর্বত্র বিরাজমান এমনই ছবি। এমন দৃশ্য সহ্য করা যাচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশা দেখলে চোখে জল আসে। এই ভাষাতেই তামিলনাড়ু সরকার ও কেন্দ্রকে আক্রমণ করল মাদ্রাজ হাইকোর্ট।
বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি আর হেমলতার ডিভিশনে বেঞ্চে শনিবার পরিযায়ী শ্রমিকদের স্বার্থরক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। সেই শুনানিতে তামিলনাড়ু সরকার এবং কেন্দ্রকে তিরস্কার করে ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতিরা জানতে চেয়েছেন, ‘পরিযায়ী শ্রমিকদের চাহিদা, স্বার্থ ও জীবনযাপন সুরক্ষিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কেন্দ্র–রাজ্য উভয় পক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য ভিত্তিক স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। এটা হিউম্যান ট্র্যাজেডি। যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, সেটা দেখলে কষ্ট হয়। অনেকে আবার হেঁটে বাড়ি ফিরতি গিয়ে মারাও গিয়েছেন। প্রত্যেক রাজ্যের কর্তব্য মানবিকতার খাতিরে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।’ শনিবার কোর্টের ভর্ৎসনার পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালনিস্বামী বলেছেন, ‘আপনারা শিবিরে থাকুন আর সরকারি সাহায্যের জন্য অপেক্ষা করুন। সরকার অন্য রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। সরকার ট্রেন ভাড়া আর অন্য খরচার ব্যবস্থা করছে।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫৩ হাজার শ্রমিককে বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে।