এনবিটিভি ডেস্কঃ একটি বৈদিক স্কুলের একজন শিক্ষককে ১২ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, শনিবার পুলিশ জানিয়েছে। অভিযুক্ত অজয় পাঠককে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
মহারাষ্ট্রের করঞ্জা পুলিশ জানায় যে, ঘটনাটি শহরের শ্রী নরসিংহ সরস্বতী স্বামী মহারাজ বেদপাঠশালায় ঘটেছে । নাবালিকা ছাত্রীটি জানায় যে, যখন অজয় পাঠক মহাশয় তার পা মালিশ করতে বলেছিলেন। ঠিক সেই সময় ছাত্রীকে ধর্ষণ করেন অভিযুক্ত অজয় পাঠক।
নির্যাতিতা ঘটনাটি তাদের জানালে মেয়েটির বাবা-মা ও আত্মীয়রা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র- এএনআই নিউজ