মালদাঃ- মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় রবীন্দ্রমোড়ে ট্রাফিক সিগনাল লাইট উদ্বোধন করলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
উল্লেখ্য মালদা নালগোলা রাজ্য সড়কে পাকুয়াহাট এক ব্যস্ততম জায়গা। তাই মালদা জেলা পুলিশ প্রশাসন ও মালদা জেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে পাকুয়া হাটের রবীন্দ্রমোড় এলাকায় এদিন মালদা জেলা পুলিশসুপার অলোক রাজোরিয়া অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট শুভ উদ্বোধন করেন।
বামনগোলাবাসীর জন্য বার্তা দিলেন পুলিশ সুপার। হবিবপুর থানার অন্তর্গত যে ব্যস্ততম জায়গা আইহো ও বুলবুলচন্ডীতে আগামীতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করা হবে বলে জানালেন পুলিশ সুপার।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া, এডিশনাল এসপি শ্রী সাউ কুমার অমিত,ডিএসপি ডিএনটি আহরুদিদন খান,বামনগোলা বিডিও রাজু কুন্ডু,শিরিন আক্তার বানু বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সেক্রেটারি জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ট্রাফিক সিগন্যাল লাইট হওয়াতে খুশি ওই এলাকার সাধারণ মানুষ।