মালদার নাম উজ্জ্বল করলো সোহন তামাং জেলাতে প্রথম রাজ্যে সপ্তম হয়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200715-WA0019

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: মাধ্যমিকের ফলাফলে রাজ্যে সপ্তম মালদা জেলায় প্রথম স্থান অধিকার করল সোহন তামাং।মালদা শহরের সদরঘাট এলাকার বাসিন্দা। মালদা জেলা স্কুলের ছাত্র সে। বুধবার পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় টিভির মাধ্যমে জানতে পারেন তিনি সপ্তম স্থান অধিকার করেছে। সন্তানের সাফল্যে খুশি পরিবারবর্গ। সাফল্যের পরই মিষ্টিমুখ করায় পরিবারের সদস্যরা। বড় হয়ে দেশের এয়ার ফোর্সে কাজ করার ইচ্ছা রয়েছে ওই ছাত্রর
। রাজ্যের মেধা তালিকায় মাধ্যমিকের ফলাফলে নবম স্থান অধিকার করেছে মালদা বার্লো গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। বাড়ি মালদা গৌড় ভবন এলাকায়। পর্ষদের মেধাতালিকার নিজের ফলাফল দেখতে পান টিভির মাধ্যমে ওই ছাত্রী। এমন ফলাফলে অপ্লুত পরিবারের সদস্যরা। তিনি জানিয়েছেন, ভালো ফলাফল হবে এমনটাই আশা নিয়ে ছিলেন। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে ওই ছাত্রীর‌।
৬৮৩ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে মালদার রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ছাত্র দেবাঞ্জন দে। বুধবার পর্ষদের দেওয়া মেধাতালিকায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করায় খুশি পরিবার বর্গ। মুখ মিষ্টি করে সকলেই সাধুবাদ জানিয়েছে মেধাবী ছাত্রকে।দেবাঞ্জন জানান, ভালো ফলাফলের আশা ছিল তবে প্রথম দোষে রাজ্যে আসবে তা ধারণা করতে পারেনি। তারাই ফলাফলে সকলেরই ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই ছাত্র।ভবিষ্যতে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর