ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা । ২০১১-র উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩।
ঘোষণা হলো ভবানীপুর উপনির্বাচনের ফল #BhabanipurByPoll। জানা যাবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলও। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া গণনাকেন্দ্র।
গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী #MamataBanerjee।
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে,সকাল ৮টা থেকে শুরু গণনা প্রক্রিয়া। ২১ রাউন্ড গণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুল।
প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। আর তৃতীয় বলয় – অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান।সকালে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।
মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হবে,জঙ্গিপুর পলিটেকনিক কলেজে।
কমিশন সূত্রের খবর,জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে।
গণনাকেন্দ্রে করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক।