গেরুয়া নিয়ে চটেছেন মমতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মমতা

সব কিছুতে গেরুয়াকরণের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ্য করে  তিনি বলেন, দূরদর্শনের রঙ, রেল স্টেশনের রঙ গেরুয়া হচ্ছে কীভাবে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাড়ির রঙ গেরুয়া হচ্ছে। যারা সাধু সাজছেন গেরুয়া পরে, তাদের অপমানবোধ হচ্ছে না? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন। কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে

রোববার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। বালুরঘাটে ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। গতবার এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন মমতা আরো বলেন, ৩৫০ কেন্দ্রীয় টিম পাঠিয়েছ। অনেক জ্বালিয়েছ। আমি ১০ দিন ধরে বলে যাচ্ছি শ্বেতপত্র প্রকাশ করো। বিহার, বাংলা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এজি রিপোর্ট-সহ শ্বেতপত্র প্রকাশ করো। আমি দেখতে চাই কে চোর, আর কে সাধু।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর