রবিবার রাতে টিটাগড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। টিটাগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ের সামনে রবিবার রাতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। শাসকদলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে এই ঘটনা ঘটেছে। বোমার আঘাতে জখম হয়েছেন এলাকার এক বৃদ্ধ। বোমাবাজিরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় ও খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায় রবিবার রাতে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় এর সামনে বসেছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এলাকা দখলকে কেন্দ্র করে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর পিছনে রাজনৈতিক বা অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।