মিলবে কি বড় অর্ডার? দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200923-WA0028

এনবিটিভি ডেস্ক, মালদা: বামনগোলা ব্লকের মৃৎশিল্পীরা চিন্তায় দিন গুনছে সামনেই রয়েছে দুর্গাপুজো ,আর হাতে গুনা কয়দিন বাকি রয়েছে। এই সময় বামনগোলা ব্লকের শিল্পীদের অন্যান্য বছর কারখানার ঘরে পা রাখার জায়গা থাকে না। চারিদিকে কর্ম ব্যস্ততা দেখতে পাওয়া যায়। সকলেই প্রতিমা তৈরি কাজে ব্যাস্ত থাকে । কিন্তু এবার করোনার কোপে সব বদলে গিয়েছে। মৃৎশিল্পীরা প্রতিমা গড়ার অর্ডার খুব কম পেয়েছে। তা নিয়ে সকলের মন খারাপ। পুজোর আগে প্রতিমার অর্ডার দিতে ক্লাব গুলি বেশ ভীড় করে ,কিন্তু এবার প্রতীক্ষায় রয়েছে শিল্পী মহলে। মৃৎশিল্পী নিখিল পাল বলেন প্রতিবছর এই সময় কারখানায় কাজে ব্যস্ত থাকি কিন্তু এবার সেরকম অর্ডার না হওয়ায় দুশ্চিন্তায় পড়তে হয়েছে৷ গতবছরের তুলনায় এবছর অনেক প্রতিমার অর্ডার কমেছে। করোনা আবেহ জন্য এবার প্রতিমার অর্ডার কমাতে দুশ্চিন্তায় পড়েছেন। গত বছর ২০থেকে ২৫টা দূর্গা প্রতিমার অর্ডার পেয়েছিলেন কিন্তু এবার করোনা আবহের জন্য এ বছর মাত্র হাতে গোনা বারোটি প্রতিমা অর্ডার পেয়েছেন। তাই প্রতিমা শিল্পীদের নজর এখন ক্লাবগুলির দিকে এখন সেভাবে বড় প্রতিমার অর্ডার মেলেনি, এই একমাত্র ভরসা দুর্গা পুজোয় এই প্রতিমা করে কিছু অর্থের আশায় থাকেন সমস্ত শিল্পীমহল, কিন্তু এখন যতই পুজোর দিন এগিয়ে আসছে চিন্তা বারছে মৃৎশিল্পীদের, কি হবে এবছর? আদৌ কি বড় প্রতিমা অর্ডার মিলবে? সারাবছর সবথেকে বড় বাঙ্গালীদের উৎসব দুর্গাপূজা কিন্তু এবছর সেভাবে ক্লাবগুলো থেকে সাড়া মিলছে না মৃৎ শিল্পীদের৷ তাই পুজোর দিন যতই এগিয়ে আছে ততোই দুশ্চিন্তায় পড়েছেন বামনগোলা মৃৎশিল্পীরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর