ইসলামপুর, এনবিটিভিঃ করোনার হয়তো কেড়ে নিয়েছে অনেক কিছুই। তবে হারানোর মাঝেও কিছু কিছু প্রাপ্তি হয়তো আলাদা করে জায়গা করে নেই মানুষের মনে। নতুন করে ভাবতে শেখায় সমাজকে। ঠিক তেমনই করোনা কালে বাচ্চাদের স্কুল বন্ধ থাকাই নানান কথা হলেও কেউ কেউ ছক ভেঙে শুরু করেছে নতুন ভাবে পঠন পাঠনের ভাবনা।
যার অন্যতম উদাহরণ মুর্শিদাবাদের ইসলামপুরের “মাতৃছায়া পাঠশালা”। নাম আশরাফ উন নেশা এডুকেশন এন্ড এডুকেশন একাডেমি।
ইসলামপুরের নসিওত পাড়ায় বাচ্চাদের নিয়ে খোলা জায়গায় চলছে বিনামূল্যে পাঠদান। বিগত দুই বছর যাবৎ স্থানীয় কিছু মানুষদের উদ্যোগেই শুরু হয়েছে এই পাঠদানের প্রক্রিয়া। তবে একেবারেই কি বিনামূল্যে ? স্কুল শিক্ষকরা জানাচ্ছেন,বিনিময়ে একটি গাছ লালন পালন করার দায়িত্বই তাদের পারিশ্রমিক।
তবে শুধু পড়াশোনা নয়,তার পাশাপাশি খেলাধূলা কেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এখানে।
উদ্যোক্তারা জানান,কেউবা বড়ো হয়ে ফুটবলার হতে বহাই5,কেউবা ভালো দৌড়বিদ,তাই সাধারণ পঠনপাঠনের পাশাপাশি খেলাধুলাতেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এখানে।