রাত পোহালেই মাধ্যমিক,অ্যাডমিড কার্ড না পেয়ে দিশেহারা পরীক্ষার্থী মৌসুমী খাতুন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220305_200413

মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক: রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা।আর তার আগে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিড কার্ড না পেয়ে দিশে হারা মাধ্যমিক পরীক্ষার্থী মৌসুমী খাতুন।ঘটনাটি ঘটেছে জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের টিকরবেড়িয়া কে এন উচ্চমাধ্যমিক হাই স্কুলে।

মৌসুমী ও তার পরিবার জানান, গত এক সপ্তাহ থেকে স্কুলে ঘুরছেন ,প্রধান শিক্ষক কথা দিয়েছিলেন যে অ্যাডমিড কার্ড পেয়ে যাবে।আজ অর্থাৎ শনিবার যখন স্কুলে এসে মৌসুমী খাতুন অ্যাডমিড চাই অ্যাডমিড আসেনি বলে চলে যেতে বলা হয় তাকে।এই ঘটনায় দিশে হারা হয়ে পড়েছেন পরীক্ষার্থী সহ গোটা পরিবার।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেল্লাহ হোসেন বলেন, “চেক লিস্টে সই করেন নী ।আমরা স্কুলের পক্ষ থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি।এখন আর কিছু করতে পারবো না”।পরীক্ষার্থী একটা বছর নষ্ট হয়ে যাবে সেই চিন্তায় অস্থির হয়ে পড়েছে গোটা পরিবার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর