করোনা সংক্রমণকে মাথায় রেখে বড়দিন উৎসব পালন মায়াপুর ইসকন মন্দিরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-12-25 at 9.39.02 PM

এনবিটিভি, নদীয়া : আজ 25 শে ডিসেম্বর” অর্থাৎ বড়দিন” সকাল থেকেই নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের গির্জা গুলিতে উৎসবের মেজাজে মাতোয়ারা হয়েছে সাধারণ মানুষ। অনেকেই সান্তাক্লোজ সেজে নিজে আনন্দ করার পাশাপাশি অন্যদের আনন্দ দিচ্ছেন, স্বভাবতই আজ বড়দিন উপলক্ষে মাতোয়ারা গোটা বাঙালী ব্যতিক্রম নয় নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। সকাল থেকেই মায়াপুর ইসকন মন্দিরে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে চলছে নাম সংকীর্তন পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বড়দিন উপলক্ষে অভিনব ভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা মায়াপুর ইসকনের মন্দির গুলি। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে একাধিক বিধি নিষেধ। গোটা মায়াপুর ইসকন মন্দির চত্বরে করা হচ্ছে মাইকিং প্রচার, মাস্ক ছাড়া মন্দির চত্বরে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না এমনটাই বিধি-নিষেধ জারি করেছে মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ। যদিও শীতের মৌসুম পড়তেই একটানা কয়েক মাস দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে মায়াপুর ইসকনে। আজ বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে হিমশিম মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ। করোনা সংক্রমন যাতে না ছড়ায় সে কারণেই একাধিক বিধিনিষেধ জারি করেছে মায়াপুর ইসকন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর