মেদিনীপুর সদর জেলা হাসপাতাল এখন নদী,জলের উপর দাঁড়িয়ে চিকিৎসা করছেন ডাক্তাররা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200901-WA0014

এনবিটিভি ডেস্ক , পূর্ব মেদিনীপুর:- মঙ্গলবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ডুবল বৃষ্টির জলে। সদর জেলা হাসপাতালের বাইরে এক হাঁটু জল পেরিয়ে রোগীর পরিবার এবং রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে। একই ভাবে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাইরের জল মেন মেডিকেলের ভিতর ঢুকে পড়েছে। ফলে জলের মধ্যেই বেড পেতে তার মধ্যেই রোগীকে রাখা হয়েছে। চিকিৎসকরা চিকিৎসা করছেন জলের মধ্যে দাঁড়িয়েই। হাসপাতালে রোগীদের খাবার তৈরি করার জায়গায় ভয়াবহ পরিস্থিতি। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে রান্না চলছে রোগীদের। দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে নূতন মেডিকেল কলেজের কাজ চলছে। বিভিন্ন জায়গায় ড্রেন আটকে কাজ চলছে।ফলে বৃষ্টি হলেই ডুবছে জেলা সদর হাসপাতাল । দেখা নেই কোন হাসপাতাল আধিকারিক দের। যার ফলে দুর্ভোগ দেখা দিয়েছে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে রোগী ও রোগীর পরিজনদের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর