ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী ফেরি ব্যাবসায়ীর

জৈদুল সেখ, কান্দি: ভীন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু এক যুবকের। মৃতের নাম নয়ন শেখ (২৩)। বাড়ি ভরতপুরের সিজগ্রামে।

স্থানীয়দের দাবি, মাথার চুল বিক্রি করে টাকা রোজগারের জন্য বিহারে গিয়েছিলেন। গতকাল কয়েকজন যুবক বিহার থেকে ভরতপুরে ফেরার জন্য একটি ছোটো গাড়িতে করে আসছিলেন। সেই সময় বিহারের বাঙ্কা জেলার পানেরা গ্রামে একটি ডাম্পার তাদের গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা নয়ন শেখের। বাকিরা গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদেহ উদ্ধার করে বাঙ্কা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest articles

Related articles