সুরজিৎ দাস, নদীয়া:শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষ্যে সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগমে মেতে উঠেছে নদীয়ার নবদ্বীপের ইসকন মায়াপুর এর দোল উৎসব। আজকের দিনটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। সেই কারণেই গোটা দেশবাসী এই দিনটিতে হোলির উৎসব পালন করে।
আজ মায়াপুর ইসকন মন্দিরে সকাল থেকেই শ্রী চৈতন্যদেবের জীবন বাণী এবং আদর্শ নিয়ে বিভিন্ন ভাষায় পাঠ করা হচ্ছে। মঙ্গল আরতি চলবে দফায় দফায়। গত দুই বছর করোনা সংক্রমনের কারণে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছিল মায়াপুর ইসকনের তরফ থেকে। করোনা সংক্রমণ কিছুটা কমার কারণে এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে ইসকন মায়াপুরের হোলি উৎসব।
সকাল থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা প্রবেশ করছে ইসকন মন্দিরে। আজকের দিনটিতে চারটি মঞ্চ তৈরি করে মহাপ্রভুর অভিষেক ঘটানো হবে। মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, সারাদিন দফায় দফায় মহাপ্রভুর বিভিন্ন অনুষ্ঠান চলবে গোটা ইসকন জুড়ে।