উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের ৪২ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির পরিদর্শন করলেন আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। শনিবার এই রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের উৎসাহ দিতে দেখা যায় মন্ত্রীকে।
প্রসঙ্গত, ৪২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় ৬০ জন রক্তদান করেন বলে জানা গিয়েছে। রক্তদাতাদের সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মন্ত্রী মলয় ঘটককে সংবর্ধনাও দেওয়া হয়।